Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

o চা উৎপাদও রপ্তাীর প্রণালীবদ্ধ নিয়ন্ত্রণ (রেগুলেটরী) ও উনন

 

o চায়ের গ্রেডিং নির্ধারণ এবং চা আস্বাদন প্রশিক্ষণের ব্যবস্থা ।

 

০   চা উৎপাদনকারী, প্রস্ত্ততকারী/ডিলার অথবা চায়ের সাথে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিবর্গের নিকট হতে চা শিল্প সংক্রান্ত যে কোন বিষয়ের উপর পরিসংখ্যান সংগ্রহ ।

 

০   চা বাগান সমহ নিবন্ধীকরণ,  চা বাগান মালিক, প্রস্ত্ততকারী, ব্রোকার্স,বর্জ্য চা ডিলার এবং চা ব্যবসায়ের সাথে জড়িত ব্যক্তিদেরকে বিডার, আমদানীকারক, পাইকারী ও খুচরা লাইসেন্স প্রদান করা এবং চা ব্লেন্ডিং ব্যবসায়ে জড়িত ব্যক্তিবর্গের লাইসেন্স প্রদান ।

 

o সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশ অনুযায়ী চা সংশ্লিষ্ট যে কোন ব্যবসা অধিগ্রহণ, আত্মীকরণও পরিচালনা ।

 

o সরকারী পরিকল্পনার আওতায় নতুন চা বাগান প্রতিষ্ঠা, রুগ্ন ও অনুন্নত চা বাগান অধিগ্রহণ ও পুর্ণবাসন এবং সাধারণভাবে বিদ্যমান চা বাগান সমুহকে সহযোগিতা প্রদান এবং তাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা দান ।

 

০  চা বাগানের জন্য বরাদ্দকৃত ভূমির মধ্য হতে চা চাষ বহির্ভূত জমির সদ্ব্যবহার নিশ্চিত ।

 

০ চা বাগান শ্রমিক এবং কর্মচারীদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ ।