Wellcome to National Portal
Main Comtent Skiped

সাধারণ তথ্য

মূল দায়িত্বসমূহ (Commitment )

 

০১। চা উৎপাদন ও রপ্তানীর প্রণালীবদ্ধ নিয়ন্ত্রণ (রেগুলেটরী) ও উন্নয়ন করা।

 

০২। চায়ের গ্রেডিং নির্ধারণ এবং চা আস্বাদন প্রশিক্ষণের ব্যবস্থা করা।

 

০৩। চা উৎপাদনকারী, প্রস্ত্ততকারী/ডিলার অথবা চায়ের সাথে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিবর্গের নিকট হতে চা শিল্প এবং চা সংক্রান্ত যে কোন বিষয়ের উপর পরিসংখ্যান সংগ্রহ করা।

 

০৪। চা বাগান সমহ নিবন্ধীকরণ, (Registration) চা বাগান মালিক, প্রস্ত্ততকারী, ব্রোকার্স,বর্জ্য চা ডিলার এবং চা ব্যবসায়ের সাথে জড়িত ব্যক্তিদেরকে বিডার, আমদানীকারক, পাইকারী ও খুচরা লাইসেন্স প্রদান করা এবং চা ব্লেন্ডিং ব্যবসায়ে জড়িত ব্যক্তিবর্গের লাইসেন্স প্রদান করা।

 

        ০৫। সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশ অনুযায়ী চা সংশ্লিষ্ট যে কোন ব্যবসা অধিগ্রহণ, আত্মীকরণও  

           পরিচালনা করা।

 

 

     ০৬। সরকারী পরিকল্পনার আওতায় নতুন চা বাগান প্রতিষ্ঠা, রুগ্ন ও অনুন্নত চা বাগান অধিগ্রহণ ও

          পুর্ণবাসন এবং সাধারণভাবে বিদ্যমান চা বাগান সমুহকে সহযোগিতা প্রদান এবং তাদের উৎপাদন

          বৃদ্ধিতে সহায়তা দান করা।

 

           ০৭। চা বাগানের জন্য বরাদ্দকৃত ভূমির মধ্য হতে চা চাষ বহির্ভূত জমির সদ্ব্যবহার নিশ্চিত করা।

 

০৮। চা বাগান শ্রমিক এবং কর্মচারীদের জন্য কল্যাণমুলক ব্যবস্থা গ্রহণ করা।